আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়।
পুত্ৰপ্রায় করি’ অন্ন মালিনী যোগায়॥
শিশুবালকগণের স্বহস্তে অন্নাদি গ্রহণ করিতে অসমর্থতা নিবন্ধন তাহাদের জননী যেরূপ শিশুকে প্রয়োজনীয় ভোজ্যদ্রব্যাদি ভোজন করাইয়া থাকেন, তদ্রূপ শ্রীবাসপত্নী মালিনীও নিত্যানন্দ প্রভুকে বাৎসল্য-রসে সেবা করিতে গিয়া স্বহস্তে ভোজন করাইতেন।