তাহারেও মাতৃপদ দিলেন ঈশ্বরে।
না ভজে অবোধ জীব হেন দয়ালেরে॥”
যাঁহারা কোন ব্যক্তির অমঙ্গল আকাঙ্ক্ষা করেন, সেই উপদ্রুত ব্যক্তি উহা জানতে পারিলে তাঁহাদের প্রতিহিংসা করিবার জন্য ব্যস্ত হয়। কৃষ্ণ তাঁহার সংহারচেষ্টা-কারিণী মাতৃমূর্তিতে সমাগতা পূতনাকেও মুক্তি প্রদান করিয়াছেন। যাঁহারা পূতনার ন্যায় কৃষাপরাধীকেও তাহার কৃতকর্মের সুফল লাভ করিতে দেখিয়া সেইরূপ কৃষ্ণানুগ্রহ প্রার্থনা করেন না, তাদৃশ জীবের জন্য গ্রন্থকার অনুতাপ করিতেছেন।