কৃষ্ণপ্রসাদে গদাধর সর্বজ্ঞাতা—
কৃষ্ণের প্রসাদে গদাধর-অগোচর।
কিছু নাহি অবেদ্য, কৃষ্ণ সে মায়াধর॥
কৃষ্ণ,—মায়াধীশ; তিনি মায়া প্রকাশ করিয়া সাধারণের বোধ বিলোপ করাইতে সমর্থ। সেই কৃষ্ণ গদাধরের প্রতি সর্বদা। সুপ্রসন্ন। সুতরাং গদাধরের ভগবৎপ্রসাদে কিছুই অজানিত থাকিবে না।