গদাধরের চিত্তজ্ঞাতা মুকুন্দ-কর্তৃক বিদ্যানিধির ভক্তি-মহিমা-প্রকাশারম্ভ—
বুঝি’ গদাধর-চিত্ত শ্রীমুকুন্দানন্দ।বিদ্যানিধি প্রকাশিতে করিলা আরম্ভ॥
মুকুন্দ গদাধরের চিত্ত-বৈক্লব্য দেখিয়া বিদ্যানিধিকে তাঁহার নিকট সুষ্ঠুভাবে প্রকাশিত করিতে আরম্ভ করিলেন।