তহিঁ দিব্য-শয্যা শোভে অতি সূক্ষ্ম-বাসে।পট্ট-নেত-বালিশ শোভয়ে চারি পাশে॥
পট্টনেত রেশমীবস্ত্র। ‘নেত’ শব্দ—চলিত ভাষায় নেতা বা বস্ত্রখণ্ড বালিশ—উপাধান।