গদাধর পণ্ডিত, শুনহ সাবধানে।বৈষ্ণব দেখিতে যে বাঞ্ছহ তুমি মনে॥
গদাধর পণ্ডিত মকুন্দের অত্যন্ত প্রিয় ছিলেন । মুকুন্দ তাঁহার নিকট পুণ্ডরীকের আগমন-বার্তা নিবেদন করিয়া বৈষ্ণবাগ্রগণ্য মহাভাগবত-দর্শনের কৌতুহল বর্ধন করিলেন।