পুন্ডরীকের প্রেমভক্তির মহত্ত্বমুকুন্দ ও বাসুদেবের পরিজ্ঞাত—
যত কিছু তাঁর প্রেমভক্তির মহত্ত্ব।মুকুন্দ জানেন,আর বাসুদেব দত্ত॥
পুণ্ডরীকের প্রগাঢ় প্রেমসেবা-মহিমা বৈদ্য-উপাধ্যায় মুকুন্দ ও বাসুদেব দত্তঠাকুর জানিতেন।