কোন বৈষ্ণবেরে প্রভু না কহে ভাঙ্গিয়া।
পুন্ডরীক আছেন বিষয়ি-প্রায় হৈয়া॥
বিদ্যানিধির শ্রীধাম মায়াপুরে আগমনের বিষয় অবগত হইয়া শ্রীগৌরসুন্দর অপার আনন্দ লাভ করিলেন; কিন্তু তাঁহার অনুগত বৈষ্ণবগণের কাহাকেও পুণ্ডরীকের আগমন বৃত্তান্ত জানাইলেন না। সুতরাং বৈষ্ণবগণ পুণ্ডরীককে বিষয়ীর অন্যতম জানিয়া তাঁহার সেবা করিবার জন্য উদ্গ্রীব হন নাই।