একমাত্র মুকুন্দ-বিদ্যনিধির পরিচয়-জ্ঞাতা—
শ্রীমুকুন্দ বেজ ওঝা তাঁর তত্ত্ব জানে।
একসঙ্গে মুকুন্দের জন্ম চাটিগ্রামে॥
বৈষ্ণবগণ কেহই পুণ্ডরীকের বিষয় প্রকৃত প্রস্তাবে তখন পর্যন্ত অবগত ছিলেন না। কেবলমাত্র চট্টগ্রামনিবাসী বৈদ্য- উপাধ্যায় মুকুন্দ দত্ত তাঁহার কথা জানিতেন।