Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 38

Language: বাংলা
Language: English Translation
  • পুন্ডরীকের নবদ্বীপে গূঢ়ভাবে অবস্থান—

    আসিয়া রহিলা নবদ্বীপে গূঢ়রূপে।
    পরম ভোগীর প্রায় সর্বলোকে দেখে

    ভগবদাকর্ষণে পুণ্ডরীক তাঁহার শ্রীধাম মায়াপুর নবদ্বীপের বাড়ীতে অনেকের অজ্ঞাতসারে আসিয়া বাস করিতে লাগিলেন। যাঁহারা তাঁহার প্রকৃত সান্নিধ্যলাভে অসমর্থ হইলেন, তাঁহারাই তাঁহাকে ‘ভোগী, বিষয়ী’ বলিয়া ভ্রান্ত হইলেন । আচার্য-বৈষ্ণবগুরুর ঐশ্বর্য ও ভগবৎসেবার প্রকার বুঝিতে না পারিয়া নিজ-সদৃশ-জ্ঞানে মূঢ়জনের যেরূপ ভ্রম হয়, এস্থলে তদ্রপ ভ্রান্তি হওয়া কিছু আশ্চর্যের বিষয় নহে।

Page execution time: 0.0391290187836 sec