এ সকল দেখিয়া পায়েন মনে ব্যথা।
এতেকে দেখেন গঙ্গা নিশায় সর্বথা॥
মর্যাদা-পথে শ্রীরামানুজ-সম্প্রদায়ের বৈষ্ণবগণ গঙ্গাসলিলে অবগাহন স্নান করেন না, কেবলমাত্র গঙ্গোদক শিরে ধারণ করিয়া আত্ম-পবিত্রতা সাধন করেন। বৈষ্ণববিদ্বেষী জনগণ গঙ্গাবারিকে বিষ্ণু-পাদোদক জানিয়া, অথবা অজ্ঞাতসারে, সেই গঙ্গ জালে আচমন, মুখ-প্রক্ষালন ও দন্ত-ধাবনাদি করেন। ভক্তবর পুণ্ডরীকের বিষ্ণু-ভক্তি প্রবলা থাকায় তিনি অবৈষ্ণগণের এইরূপ আচরণে ব্যথিত হইতেন। তজ্জন্য রাত্রিকালে লোকচক্ষের অন্তরালে গঙ্গা-দর্শন ও চিন্ময়-সলিলের সম্মান করিতে তাঁহার বিরাগ ছিল না।