বিদ্যানিধির গঙ্গা-ভক্তি—
গঙ্গাস্নান না করেন পদস্পর্শভয়ে।
গঙ্গা দরশন করে নিশার সময়ে॥
গঙ্গায় যে-সব লোক করে অনাচার। কর্মকাণ্ডরত জনগণের ন্যায় তিনি পাপ-ক্ষালনের জন্য গঙ্গায় অবগাহন স্নান করিতেন না। কিন্তু বিষ্ণুপাদোদকে তাঁহার অচলা শ্রদ্ধা ও মর্যাদা বোধ প্রবল থাকায় পাদস্পর্শভয়ে স্নান না করিলেও নিশাকালে জনসাধারণের অসমক্ষে শ্রীগঙ্গা-দর্শন করিতেন।