কৃষ্ণভক্তি-সিন্ধু-মাঝে ভাসে নিরন্তর।অশ্রু-কম্প-পুলক-বেষ্টিত কলেবর॥
ইতরজনগণ যেরূপ কৃষ্ণেতর বিষয়ে ভোগবুদ্ধি-প্রবণ হইয়া বিষয়ভোগে তৎপর, পুণ্ডরীক তদ্রূপ ছিলেন না। তিনি সর্বক্ষণ কৃষ্ণসেবাপর হইয়া অশ্রু কম্প-পুলক-বেষ্টিত দেহে অবস্থান করিতেন।