বিদ্যানিধির জন্মস্থান ও তাহার চরিত্র—
চাটিগ্রামে জন্ম বিপ্র পরম-পণ্ডিত।
পরম-স্বধর্ম সর্ব-লোক-অপেক্ষিত॥
তিনি সকল লোকের অপেক্ষার পাত্র ছিলেন। পণ্ডিত বলিয়া বিদ্যার্থিগণ তাঁহাকে সম্মান করিতেন। আভিজাত্যসম্পন্ন বলিয়া ব্রাহ্মণকুল তাঁহার অপেক্ষা করিতেন। ধর্মপ্রাণ জনগণ তাঁহাকে পরম ধার্মিক জ্ঞানে তাঁহার নিকট ধর্ম শিক্ষা করিতেন॥২৩॥