সকলেরই ‘পুণ্ডরীক’ অর্থে ‘কৃষ্ণ’-জ্ঞান; ‘বিদ্যানিধি’-পদ
তাহাতে যুক্ত থাকায় কোন প্রিয় ভক্ত বলিয়া অনুমান—
সবে বলে ‘পুণ্ডরীক’ বলেন কৃষ্ণেরে।
‘বিদ্যানিধি’-নাম শুনি’ সবেই বিচারে॥
গৌরসুন্দরের মুখে ‘পুণ্ডরীক’-শব্দ শ্রবণে ভক্তগণ উহা ‘কৃষ্ণ’-বাচক বলিয়া প্রথম মনে করিলেন, যেহেতু তৎকালে পুণ্ডরীক বিদ্যানিধি সম্বন্ধে তাঁহাদের কোন পরিচয় বোধ ছিল না।