ক্ষণেকে যে হৈল প্রেম-ভক্তি আবির্ভাব।
তাহা বর্ণিাবার পাত্র—ব্যাস মহাভাগ ॥
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃষ্ণের লীলা ও বৈষ্ণবগণের চরিত্র সম্যগ্রূপে অঙ্কন করিতে সিদ্ধহস্ত। সেজন্য গ্রন্থকার বলেন যে, তাঁহার সাহিত্য-সম্ভার ও নৈপুণ্য ভগবানের ও ভক্তের চরিত্র-বর্ণনে সম্পূর্ণভাবে সমর্থ নহে। শ্রীবেদব্যাস—যিনি ঐরূপ বর্ণন দ্বারা জগৎকে ধন্য করিয়াছেন তিনিই গ্রন্থকারের অসম্পূর্ণতা পূরণ করিতে সমর্থ।