বিদ্যানিধিকে ‘প্রভুপ্রিয়’ জানিয়া ভক্তগণের তৎপ্রতি
সম্রম দৃষ্টি—
‘প্রিয়তম প্রভুর’ জানিয়া ভক্তগণে।
প্রীত, ভয়, আপ্ততা সবার হইল তানে ॥
মহাপ্রভু বিদ্যানিধিকে প্রেমালিঙ্গন প্রদান করিলে বিদ্যানিধি তাঁহাকে স্ববক্ষে এরূপ সমাশ্লেষ করিলেন যে, উভয়ের অস্তিত্বে মুর্তিদ্বয়ের সন্ধান পাওয়া গেল না—যেন এক হইয়া গেলেন।