এই যে আইসে শুক্ল-পক্ষের দ্বাদশী।
সর্ব-শুভলগ্ন ইথি মিলিবেক আসি’ ॥
প্রত্যেক চান্দ্রমাসে শুক্লা দ্বাদশী হইয়া থাকে। প্রত্যেক তিথিতে ন্যূনাধিক দ্বাদশলগ্ন পর্যায়ক্রমে সংঘটিত হয়। যে লগ্ন সর্বসুখফল প্রসব করে, সেই ক্ষণকে নির্দেশ করিবার জন্য ‘সর্বশুভলগ্ন’ বাক্যের প্রয়োগ হয়।