পুণ্ডরীকের জন্য মহাপ্রভুর উৎকণ্ঠা—
নবদ্বীপে করিলেন ঈশ্বর প্রকাশ।
বিদ্যানিধি না দেখিয়া ছাড়ে ঘনশ্বাস॥
যখন শ্রীমহাপ্রভু নবদ্বীপ-নগরে স্বীয় বৈকুণ্ঠ-লীলার ঐশ্বর্য প্রকাশ করিতেছিলেন, তখন পুণ্ডরীক বিদ্যানিধির অভাব বোধ করিয়া তিনি দীর্ঘনিঃশ্বাস পরিত্যাগ করিয়াছিলেন ।