প্রহর-দুইতে বিদ্যানিধি মহাধীর।বাহ্য পাই’ বসিলেন হইয়া সুস্থির ॥
দুইপ্রহর অর্থাৎ পনরদণ্ড বা ছয়ঘণ্টা-কাল পুণ্ডরীক বাহ্যসংজ্ঞাহীন হইয়া হরিসেবা করিতেছিলেন। তাঁহার পুনরায় ব্যহ্যদশা লাভ হইলে তিনি স্থির হইতে পরিলেন।