পুণ্ডরীকের নিকট দীক্ষাগ্রহণার্থ গদাধরের। মুকুন্দ-সমীপে প্রস্তাব—
এ পথেতে আমি উপদেষ্টা নাহি করি।
ইহানেই স্থানে মন্ত্র-উপদেশ ধরি ॥
গদাধর বলিলেন,—সকল কার্যেরই উপদেশ আছে এবং উপদেশকের আশ্রয় গ্রহণ না করিলে সেই সকল বিষয়ে প্রবিষ্ট হওয়া যায় না। আমি উপদেশকরূপে কাহাকেও স্থির করি নাই বলিয়া আমার এই দুর্গতি ঘটিয়াছিল। আমি সম্প্রতি পুণ্ডরীকেরই আশ্রয় গ্রহণ করিব। তাহা হইলেই আমার তাঁহার চরণে যে অপরাধ হইয়াছে, তাহা বিনষ্ট হইবে।