মহা-ঠাকুরাল দেখি’ পাইলা সংভ্রম।পতি-পত্নী কিছু বলিবার নহে ক্ষম॥
শ্রীগৌরসুন্দরের এই প্রকার মহৈশ্বর্য-দর্শনে সপত্নীক অদ্বৈত আচার্য নির্বাক্ ও স্তব্ধপ্রায় হইলেন।