দেখে পড়িয়াছে চারি-পঞ্চ-ছয়-মুখ।মহাভয়ে স্তুতি করে নারদাদি-শুক॥
আরও দেখিতে পাইলেন যে, চতুর্মুখ ব্রহ্মা, পঞ্চমুখ শিব, ষড়্মুখ কার্তিকেয় প্রভৃতি প্রণতঃ অবস্থায় তাঁহার নিকটে পড়িয়া রহিয়াছেন। নারদ-শুকদেবাদি সন্ত্রস্ত হইয়া স্তব করিতেছেন।