কিবা নখ, কিবা মণি না পারে চিনিতে।ত্রিভঙ্গে বাজায় বাঁশী হাসিতে হাসিতে॥
শ্রীগৌরসুন্দরের নখশোভা মণিচ্ছটা বিকীরণ করিতেছিল; তাহাতে ভ্রম হইতেছিল যে, উহা নখ নহে, সাক্ষাৎ মণি।