পাইয়া নির্ভয়-পদ আইলা সম্মুখে ।নিখিল ব্রহ্মাণ্ডে অপরূপ বেশ দেখে॥
নির্ভয়পদ—শ্রীগৌরসুন্দরের অভয়চরণারবিন্দ। নিখিল ব্রহ্মাণ্ডে “সর্বভূতেষু যঃ পশ্যেদ্ভগবদ্ভাবমাত্মনঃ”—এই শ্লোকোক্তি অনুসারে সর্বত্রই গৌরসুন্দরের দর্শন বা ইষ্ট-দর্শন।