প্রভুর হুঙ্কার-পূর্বক বিষ্ণুখট্টায় উপবেশন এবং ভাবাবেশে অদ্বৈতের আগমন-সংবাদ বিজ্ঞাপন:—
হুঙ্কার করিয়া প্রভু ত্রিদশের রায়।
উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খট্টায়॥
ত্রিদশের রায়—ত্রি-অধিক-ত্রিরাবৃত্ত—দশ পরিমাণ অর্থাৎ তেত্রিশ-সংখ্যা বিশিষ্ট, যাঁহাদিগের মধ্যে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু ও অশ্বিনীকুমারদ্বয়—এই তেত্রিশটী দেবতা প্রধান, তাঁহারাই ত্রিদশ; রায়, রায়া বা রাঅ, রাজা) তেত্রিশ কোটী দেবতার ঈশ্বর সেব্য, সর্বেশ্বরেশ্বর॥