পুজার সজ্জ-সহ গমনার্থ প্রস্তুত হইতে সীতাদেবীকে অদ্বৈতের আদেশ এবং সস্ত্রীক যাত্রা:—
পত্নীরে বলিলা,—“ঝাট হও সাবধান।লইয়া পূজার সজ্জ চল আগুয়ান॥”