অদ্বৈতের তনয় ‘অচ্যুতানন্দ’ নাম।পরম বালক সেহো কান্দে অবিরাম ॥
অদ্বৈতের পুত্র অচ্যুতানন্দ সেইকালে বালক ছিলেন। আনুমানিক ১৪২৩ শকাব্দা অচ্যুতানন্দের প্রকটকাল।