ষড়ঙ্গ পুজার বিধি-যোগ্য সজ্জ লঞা।
প্রভুর আজ্ঞায় চল সস্ত্রীক হইয়া॥
ষড়ঙ্গ-পূজা—জল, আসন, বস্ত্র, দ্বীপ, অন্ন ও তাম্বুল—-অর্চনমার্গীয় ষড়ঙ্গ। গোময়, গোমূত্র, দধি, দুগ্ধ, ঘৃত ও গোরোচনা—মাঙ্গলিক ষড়ঙ্গ। প্রণিপাত, স্তুতি, সর্বকর্মার্পণ, পরিচর্যা, চরণ-স্মরণ ও কথা-শ্রবর—ভজন-মার্গীয় ষড়ঙ্গ।