অদ্বৈতের চরিত্র সুকৃতিমন্ত্র জানের সুবোধ্য এবং দুষ্কৃতির দুর্বোধ্য:—
এইমত অদ্বৈতের চরিত্র অগাধ।
সুকৃতির ভাল, দুস্কৃতির কার্যবাধ॥
অদ্বৈত-প্রভুর গুঢ় চরিত্রে সাধারণ লোক প্রবেশ করিতে পারে না। যাঁহার সৌভাগ্য আছে, তিনি প্রভুর উদ্দেশ্য বুঝিতে সমর্থ হইয়া লাভবান হন, আর মন্দভাগ্য দুষ্কর্মরত জন তাঁহাকে না বুঝিতে পারিয়া তাঁহার বিরুদ্ধে যত্ন করিয়া নিজের অমঙ্গল সাধন করেন।