মহাপ্রভুর ‘অবতারত্ব-বিষয়ে সর্বজ্ঞ হইয়াও অদ্বৈতে তাহাতে অজ্ঞতার ভান:—
“কোথা বা গোসাঞি আইলা মানুষ-ভিতরে?
কোন্ শাস্ত্রে বলে নদীয়ায় অবতরে?॥২৪॥
মনুষ্যের মধ্যে জগত্রাতা হরি নদীয়ায় আসিয়া মানুষের ন্যায় অবতার হইবেন—ইহা কোন্ শাস্ত্রে লেখা আছে, জিজ্ঞাসা করিলেন।