ভগবৎসেবানন্দে অদ্বৈতের দেহবিস্মৃতি:—
আনন্দে বিহ্বল হঞা আচার্য গোসাঞি।হেন নাহি জানে, দেহ আছে কোন্ ঠাঞি॥
অদ্বৈত আচার্যপ্রভু ভগবৎসেবানন্দে এরূপ বিহ্বল ছিলেন যে, তাঁহার বাহ্য-শরীর-সম্বন্ধে ধারণার অভাব হইয়াছিল।