সস্ত্রীক অদ্বৈতের নবদ্বীপে অবস্থিতি:—
সস্ত্রীকে আনন্দ হৈলা আচার্য-গোসাঞি।
অভিমত পাই’ রহিলেন সেই ঠাঞি॥
শ্রীচৈতন্যদেবের বিচার ও ভক্তিসিদ্ধান্ত অবগত হইয়া অদ্বৈতপ্রভু তাঁহার নিজেশ্বরীর সহিত আনন্দিত হইলেন এবং শ্রীচৈতন্যদেবের অনুমোদন লাভ করিয়া তাঁহারা সেই স্থানে কিছুকাল বাস করিলেন।