Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 177

Language: বাংলা
Language: English Translation
  • গ্রন্থকারের দৈন্য-জ্ঞাপন—

    সর্ব-বৈষ্ণবের পায়ে মোর নমস্কার।
    ইথে অপরাধ কিছু নহুক আমার

    শ্রীবৃন্দাবনদাস-ঠাকুর মহাশয় প্রত্যেক বৈষ্ণবের চরণে পতিত হইয়া তাঁহাদিগের নিকট অপরাধ হইতে মুক্তি প্রার্থনা করিতেছেন। যাঁহাদের প্রকৃত প্রস্তাবে স্বরূপে বিষ্ণুভক্তি উদিতা হইয়াছে, তাঁহারা নিরন্তর ভগবান্ ও ভক্তের সেবা-বিধানে তৎপর। তাঁহাদিগের ভক্তির অনুষ্ঠানে কাহারও বাধা দিয়া অপরাধ সঞ্চয় করা কর্তব্য নহে। ইহাই গ্রন্থকারের আদর্শ জীবনে প্রতিফলিত হইয়াছে। তাই বলিয়া বিষ্ণুভক্তি-রহিত ভক্তিবিরোধী পাষণ্ড-সম্প্রদায় যদি আপনাদিগকে বৈষ্ণব-গুরু অভিমানে অবৈধভাবে প্রতিষ্ঠিত করিয়া ঠাকুর বৃন্দাবন-দাস-প্রমুখ ভক্তগণের নিকট হইতে সম্মান লাভের দুরাশা করেন, তবে তাঁহারা অনন্তকাল নিরয়ে পতিত হইয়া ভক্তদ্বেষী হইয়া পড়েন।

Page execution time: 0.0495510101318 sec