সেই ভগবতী সর্ব-জনের জিহ্বায়।অনন্ত হইয়া চৈতন্যের যশঃ গায়॥
সেই জগদীশ্বরী বাণী সেবোন্মুখ জনগণের জিহ্বায় বর্তমান থাকিয়া শ্রীচৈতন্যদেবের মহিমা কীর্তন করেন।