গ্রন্থ পড়ি’ মুণ্ড মুড়ি’ কারো বুদ্ধি-নাশ।
নিত্যানন্দ-নিন্দা করে যাইবেক নাশ ॥
সেবা-বিমুখ ব্যক্তিগণ শাস্ত্রসমূহ পড়িয়া শাস্ত্রে স্ব-স্ব মুখরতা প্রদর্শনপূর্বক অন্তরে বিদ্যা-গর্বে গর্বিত হইলে কাহারও কাহারও বিদ্যালাভ-জনিত বুদ্ধি-বৃত্তি বিনষ্ট হয়। তাঁহারা নিত্যানন্দের লোকাতীত আচার বুঝিতে সমর্থ না হইয়া নিজ বিনাশ আবাহন করেন।“বেদৈঃ পুরাণৈঃ সিদ্ধান্তৈর্ভিন্নৈর্বিভ্রান্তচেতসঃ। নিশ্চয়ং নাধিগচ্ছনতি কিং তত্ত্বং কিং পরং পদম্॥’’ (—নাঃ পঞ্চরাত্র ৪/২৬)।