এ সব বাক্যের সাক্ষী সকল-সংসার।
মূর্খ-নীচ-প্রতি কৃপা হইল তাঁহার ॥
শ্রীমহাপ্রভু ও অদ্বৈত প্রভুর কথোপকথনের সত্যতা জগতের লোক নিন্দিত-সমাজের নিম্নশ্রেণীর ব্যক্তিগণ সাক্ষ্য প্রদান করিবে। আজও লৌকিক বিচারে অনভিজ্ঞ মূর্খগণ ভগবদ্ভক্তি-প্রভাবে পণ্ডিতগণকে সকল বিষয়েই পরাজিত করিতে সমর্থ। কুকর্মবশে নীচ জাতিতে উদ্ভূত হইয়া শ্রীচৈতন্য-কৃপায় তাঁহাদের যে প্রকার সর্ববিষয়ে শ্রেষ্ঠতা লাভ ঘটে, উহাই ভগবদনুগ্রহের নিদর্শন।