মহাপ্রভুর অদ্বৈত-বাক্য অঙ্গীকার:—
অদ্বৈতের বাক্য শুনি, করিলা হুঙ্কার।
প্রভু বলে,—“সত্য যে তোমার অঙ্গীকার॥”
সেই সকল পাপিষ্ঠ জগতের সকল শ্রেণীর মধ্যে ভক্ত দর্শন করিয়া এবং তাঁহাদের অলৌকিকী ভক্তি দেখিয়া মৎসরতাবশে জ্বলিয়া পুড়িয়া মরুক। আর যাঁহারা লোক নিন্দিত, অবজ্ঞাপুষ্ট চণ্ডালাদি নাম ধারণ করিয়া আনন্দভরে প্রেমভক্তির পরিচয় প্রদান করেন, তাঁহাদিগের প্রবল নৃত্যদর্শনে মাৎসর্যপর দাম্ভিক-সম্প্রদায় অন্তর্দাহে দগ্ধ হউক, আমি উহা দেখিয়া আনন্দিত হই। অদ্বৈতের এই বাক্য ভগবান্ গৌরসুন্দর অনুমোদন করিলেন।