ঘরে ঘরে করিমু কীর্তন পরচার।মোর যশে নাচে যেন সকল-সংসার॥
শ্রীগৌরসুন্দর বলিলেন,—আমি প্রত্যেকের গৃহে কৃষ্ণকথা কীর্তন প্রচার করিব। যাহাতে পৃথিবীর সকল লোক আমার প্রতি কৃতজ্ঞ হইয়া আমার যশোগানে নৃত্য করিবে।