যে কিছু কলহ-লীলা দেখ দোঁহার।
সে সব অচিন্ত্য-রঙ্গ ঈশ্বর ব্যভার॥
শ্রীনিত্যানন্দ ও শ্রীঅদ্বৈতের বিচার-ভেদজনিত পরস্পরের উক্তি শুনিয়া যাঁহারা তাঁহাদিগের মধ্যে ভেদ কল্পনা করেন, চিন্তার অতীত বস্তু সম্বন্ধে তাঁহাদের সেইরূপ ধারণা করা কর্তব্য নহে। ভগবানের বিচিত্র লীলা সকলের বোধগম্য নহে, উহা চিন্তার অতীত রাজ্যে অবস্থিত।