স্তব করিতে করিতে অদ্বৈতের প্রভুপদতলে পতন:—
বর্ণিতে চরণ-ভাসে নয়নের জলে ।পড়িলা দীঘল হই’ চরণের তলে॥
দীঘল—(দীর্ঘল-শব্দজ) দীর্ঘকার, দীর্ঘ ।দীর্ঘভাবে লম্বিত হইয়া পড়িলেন।