ভক্তিযোগ বিলাইতে তার আগমন।আপনে আসিয়া ঝাট কর বিবর্তন॥
ঝুট—ঝটিতি, শীঘ্র।
বিবর্তন,—বি—বৃৎ (বর্তমান থকা) + অন্ট, (ভাবে)।
কার্যারম্ভ, নৃত্য, ভ্রমণ, পরিবর্তন, উপস্থিত হওয়া। তুমি শীঘ্র আসিয়া স্বয়ং উপস্থিত হও অর্থাৎ মিলিত হও।