সর্বদেব-চূড়ামণি তুমি দ্বিজরাজ।
তুমি সে ভোজন কর নীলাচল-মাঝ॥
নীলাচল শ্রীপুরষোত্তমক্ষেত্রে তুমি অর্চাবিগ্রহে অবস্থিত হইয়া ভক্ত-প্রদত্ত নৈবেদ্য গ্রহণ কর। শ্রীদুর্গাদেবী ‘নীলা’-নামে কথিতা। জগদ্রূপিণী ‘নিলা’ তাহার বরণীয় ভগবান্কে প্রপঞ্চে শ্রীঅর্চামূর্তিতে প্রকট করান। সেখানে নৈবেদ্যরূপে প্রদত্ত ভোজ্যবস্তু ভগবান্ গ্রহণ করেন। তিনি জগতের নাথ হইলেও স্বয়ং বৈকুন্ঠবস্তু,বৈকুন্ঠধামেই নিত্য বিরাজমান। জগতের অধিবাসিগণের নিকট হইতে তিনি সেবা-গ্রহণ-মানসে প্রপঞ্চে অর্চামূর্তিতে আবির্ভূত।