তুমি রক্ষকুল-হন্তা জানকী-জীবন।
তুমি গুহ-বরদাতা, অহল্যা-মোচন॥
রক্ষকুলহন্তা—ভগবান্ গৌরসুন্দর স্বীয় রামবতারে রাবণাদি রাক্ষসকুলের বিনাশক-লীলা-প্রকাশ করিয়াছিলেন ।
গুরু বরদাতা—চন্ডালকলে আবির্ভত গুহকে যিনি বর দান করিয়াছিলেন।
অহল্যা-মোচন—যিনি অহল্যাকে মুক্ত করিয়াছিলেন।