জয় জয় ‘হরেকৃষ্ণ’ মন্ত্রের প্রকাশ।
জয় জয় নিজ-ভক্তি গ্রহণ-বিলাস॥
‘হরেকৃষ্ণ’ মন্ত্র—হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥’’—এই মহামন্ত্র। এই মহামন্ত্রের প্রকাশকারী শ্রীগৌরসুন্দরের পুনঃপুনঃ জয় হউক ।ইহার দ্বারা সুচিত হইতেছে ,যাঁহারা গৌরসুন্দরের প্রকাশিত ‘হরে কৃষ্ণ’-মহামন্ত্র-কীর্তনের বাধক হন,তাঁহারা গৌরাঙ্গের বিরোধী ।
শ্রীগৌরসুন্দর—সাক্ষাৎ কৃষ্ণ। শ্রীকৃষ্ণ হইয়া ও তিনি জীবকে নিজভজন-মুদ্রা শিক্ষা দিবার জন্য নিজেই ভগবদ্ভক্তি গ্রহন বা আচারণের বিলাস বা লীলা করিতেছেন, অথবা জীবকে নিজভক্তি গ্রহণ করাইবার জন্যই তাঁহার বিলাস বা ভক্তরূপে লীলা প্রকাশ।