করিয়া চরণপূজা ষোড়শোপচারে।
আরবার দিলা মাল্য-বস্ত্র-অলঙ্কারে॥
ষোড়শোপচার—“আস্ন-স্বাগতে সার্ঘ্যে পাদ্যমাচমনীয়কম্।মধুপর্কামস্নানবসনাভরণানি চ ॥সুগন্ধসুমনোধূপদীপনৈবেদ্যবন্দনম্।প্রয়োজয়েদর্চনায়ামুপচারাংস্তু ষোড়শ॥”ক্বচিচ্চ—“আসনাবাহনঞ্চৈব পাদ্যার্ঘ্যাচমনীকম্।স্নানং বাসো ভূষণঞ্চ গন্ধঃ পুষ্পঞ্চ ধূপকঃ॥ প্রদীপশ্চৈব নৈবেদ্যং পুষ্পাঞ্জলিরতঃপরম্।প্রদক্ষীণং নমস্কারো বিসর্গশ্চৈব ষোড়শ॥” (হঃ ভঃ বিঃ ১১/৪৬, ৪৯) অর্থাৎ—আসন, স্বাগত, অর্ঘ্য, পাদ্য, আচমনীয়, মধুপর্ক, আচমন, স্নান, বসন, আভরণ, সুগন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বন্দন। কোন কোন মতে-আসন, আবাহন, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, স্নান, বসন, ভূষণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ নৈবেদ্য, পম্পাঞ্জলি, প্রদক্ষিণ, নমস্কার ও বিসর্জন।