ঘোষে মাত্র চারি বেদে, যারে নাহি দেখে।হেন তুমি মোর লাগি’ হৈলা পরতেকে॥
চারিবেদ যাঁহাকে দর্শন না পাইয়া বাক্য -দ্বারা বর্ণন করে মাত্র, সেই বস্তু আমি অদ্য স্বচক্ষে দর্শন করিলাম।