“উঠ উঠ নিত্যানন্দ, স্থির কর চিত ।সংকীর্তন শুনহ তোমার সমীহিত ॥
শ্রীগৌরসুন্দরের ষড়্ ভুজ দর্শন করিয়া প্রভু নিত্যানন্দ মূৰ্ছিত হওয়ায় মহাপ্রভু তাঁহাকে হস্ত-দ্বারা উত্তোলনপূর্বক বলিলেন, “স্থিরচিত্ত হইয়া তোমার প্রবর্তিত সঙ্কীর্তন শ্রবণ কর।