নিত্যানন্দের লীলা-জ্ঞাপনার্থ মহাপ্রভু-সমীপে শ্রীবাসের রামাইকে প্রেরণ:—
পণ্ডিতের স্থানে কহিলেন ততক্ষণে ।শ্রীবাস বলেন,—“যাও ঠাকুরের স্থানে” ॥
‘ঠাকুরের স্থানে’—শ্রীগৌররসুন্দরের নিকট ।