মহাপ্রভুর বাক্যে নিত্যানন্দের স্থৈর্য—
চৈতন্যের বচন-অঙ্কুশ সবে মানে ।
নিত্যানন্দ-মত্তসিংহ আর নাহি জানে ॥
বচনাঙ্কুশ—মত্তহস্তীর নিয়ামক লৌহদণ্ডকে ‘অঙ্কুশ’ বলে। শ্রীচৈতন্যদেবের বাক্যরূপ লৌহ-দণ্ড জীবের মত্ততা ও উচ্ছৃঙ্খলতার সংশোধক বলিয়া ‘বচনাঙ্কুশ’-শব্দে অভিহিত করা হইয়াছে।